ঢাকা, ২২ সেপ্টেম্বর (ইউএনবি)- নভো নরডিস্ক বাংলাদেশের কর্মীরা নতুন পরিবেশের কৌশল ‘সার্কুলার ফর জিরো’ এর অংশ হিসাবে রাজধানীর স্যার জন উইলসন স্কুলে এক হাজার গাছ লাগিয়েছেন।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘টেক অ্যাকশন’ ক্রিয়াকলাপের অংশ হিসাবে ৫০ জনের বেশি কর্মচারী স্বেচ্ছায় এক হাজার গাছ লাগানোর উদ্যোগে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার নভো নরডিস্ক এর ভাইস প্রেসিডেন্ট সেবনেম আভসার টুনা এবং জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শহীদ বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং নভো নরডিস্কের জেনারেল ম্যানেজার আনন্দ শেঠি উপস্থিত ছিলেন।